Saturday, June 10, 2017

★ইসলামের নাম দিয়ে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কার্যক্রম কারা চালায় দেখুনঃ

ইসলাম হল-এই বিশ্বভ্রম্মাণ্ডের স্রষ্টা আল্লাহ কর্তৃক প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা।এখানে সন্ত্রাসী কার্যক্রমের বিন্দুমাত্র স্থান নেই।আল-হামদুলিল্লাহ  বর্তমানে সারা বিশ্বে যেভাবে মুসলিমের  সংখ্যা বৃদ্বি পাচ্ছে বিবিসির ভাষ্যমতে আগামী ২০৭০ সালের মধ্যে মুসলিম সম্প্রদায় হয়ে যাবে বিশ্বের মধ্যে সংখ্যাগরিষ্ট।
বিস্তারিত লিঙ্ক- http://www.bbc.com/bengali/39301022
আর ইসলামের এই ক্রমবর্ধমান অগ্রযাত্রাকে রুখতে ইহুদী গোয়েন্দা সংস্থা মোসাদ,এমেরিকান গোয়োন্দা সংস্হা সিআইএ ,ভারতের সন্ত্রাসী গোষ্টি আর এস এস এবং খ্রীষ্ঠান মিশনারীরাসহ অসংখ্য গোষ্টি কোঁমরে গামছা বেধে নেমেছে।
তারা ইসলামের বিরুদ্বে যতগুলো প্লান নিয়ে  নেমেছে তার মধ্যে একটি প্লান হচ্ছে -তারা কিছু মুসলিমকে টার্গেট করে তাদের ব্রেইন ওয়াশ করে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে তাদেরকে মন্ত্রাসী কার্যক্রমের দিকে ধাবিত করতেছে।এজন্য তারা হাজার হাজার টাকা ব্যয় করতেছে।
ইসলামের নাম দিয়ে বিশ্বের জায়গায় জায়গায় কিছু উগ্রপন্থি মন্ত্রাসী গোষ্টি  সৃষ্টি করে বোমাবাজি করে ইসলাম ও মুসলিমদের কলুষিত করছে।
সত্য কখনও গোপন থাকেনা মিডিয়ার কারনে আমরা আজ এসবের  অনেক কিছুই  বুঝতেছি।
যেমন দেখুন-  কাশ্মীরে লস্করের সদস্য  'হিন্দু জঙ্গি' আটক-:http://www.bbc.com/bengali/news-40578276

বাম পন্থি নেতা Fidel Castro বলেছিলেন ""ISIS তৈরি করেছে ইসরাইল""
http://www.haaretz.com/world-news/americas/1.755429?v=975E9D335856D438F64D7A3FFA5D3DB6

সৌদি-আরবে-হামলার-হুমকি-আইএস'র
http://www.jugantor.com/online/international/2017/06/10/49233/

গুঁড়িয়ে-দেওয়া-আইএস-ঘাঁটি-সিআইএ’র-তৈরি-ব্যবহার:
http://m.banglatribune.com/foreign/news/198415/

আইএসের প্রধান আবু বকর বাগদাদি ইহুদি গোয়েন্দা সংস্হা  মোসাদের লোক:
www.jugantor.com/old/first-page/2015/11/18/9398


ইসরাইলে হামলার পর আইএসের ক্ষমা প্রার্থণা।
http://www.jugantor.com/online/international/2017/04/27/45761


আইএসের ব্যাপারে সৌদি আরবের গ্রাণ্ড মুফতির ফতোয়া:::
http://youtu.be/eZO8cs0IR8k

আইএসের নামে ওয়েবসাইট চালায় ভারতের হিন্দুরা:::
http://www.news-bangla.net/newsdetail/detail/34/304952

পাকিস্তানে সেনা অভিযানে আইএসের ৮ কমান্ডার নিহত :::
http://m.dailynayadiganta.com/?/detail/news/225877

ইরানে-জোড়া-হামলা:-দায়-স্বীকার-আইএসের:::
http://www.jugantor.com/online/international/2017/06/07/48983/

১: ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরই আইএস ফ্রান্সে দুইবার সন্ত্রাসী হামলা চালায়।
২: জাপান ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরই দুই জাপানি অপহৃত হয় ও আইএস তাদের হত্যা করে
৩/ ইন্দোনেশিয়া ফিলিস্তিনের গাজায় একটি হাসপাতাল
প্রতিষ্ঠা করার পরই আইএস জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম এই মুসলিম রাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালায়
৪/ ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বেলজিয়াম একটি বৈঠকের আয়োজন করার পরই আইএস ইউরোপের এই দেশটিতে সন্ত্রাসী হামলা চালায়।
৫/ মে মাসে
বাংলাদেশের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে
কিছু বক্তব্য দেয়া হয়। ইসরায়েলের একজন উচ্চ প্রভাবশালী এনালিস্ট মেন্দি সাফাদিকে গুপ্তচর হিসেবে আখ্যা দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি নেতা আসলামকে গ্রেফতার করা হয়। তার দেড় মাসের মাথায়
আইএস
বাংলাদেশে এমন একটি
ভয়ানক সন্ত্রাসী হামলা ঘটালো।
৬/ বৃটেনে নির্বাচনে মুসলিম প্রার্থীরা ভালো অবস্থানে থাকায় এবং একজন প্রার্থী ইসরাইল বিরোধী কথা বলায় আই এস এর হামলা হয়, (একই কারণে জার্মানীতেও আইএস হামলা হয়েছিল)

এত প্রমান থাকার পরও যারা এ সমস্ত সন্ত্রাসী গোষ্টির কারনে ইসলামকে কলুষিত করতে চায় তাদের হয়ত বলতে হবে:- চরম অজ্ঞ নতুবা চরম ইসলাম বিদ্বেষী।
তাদেরকে বলতে চাই, ইসলাম পৃথিবীর শুরু থেকেই ছিল বর্তমানেও আছে কিয়ামত পর্যন্ত  থাকবে  ইনশাল্লাহ কিন্তু যারা অন্ধভাবে ইসলামের বিরোধীতা  করে যাচ্ছে তারা কিন্তু ফেরাউন,নমরুদের মতই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

তবে এটা ঠিক যে, বর্তমানে অধিকাংশ মুসলিমরা কোরান ও হাদিসের আমল থেকে দুরে থাকার কারনেই তারা বিশ্বে বিভিন্নভাবে অপমানিত হচ্ছে।আর মুসলিমদের উপর এরকম কিছু বিরুপ অবস্থা কেয়ামতের আগে পতিত হওয়ার ব্যাপারে  রাসুল (সাঃ) আজ থেকে দেড় হাজার বছর আগেই ভবিষ্যতবাণী করে গেছেন।রাসুলের ভবিষ্যতবাণী ১০০% সঠিক সুতরাং চিন্তার কোন কারন নেই।আমাদেরকে মজবুতভাবেই কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরতে হবে তাহলে আমরাই হব-এই পৃথিবীর শ্রেষ্ট জাতী।
যেমন আল্লাহ তায়ালা কোরআনে বলেন,"তোমরাই হলে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ট জাতি।তোমাদের বাছাই করা হয়েছে সারা বিশ্বের মানুষদের কল্যান সাধনের জন্য। তোমাদের কাজ হল-তোমরা মানুষকে ভাল কাজের আদেশ দিবে ,খারাপ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি পরিপূর্নরুপে ইমান রাখবে।"(আলে ইমরান-১১০)

No comments:

Post a Comment