Sunday, April 8, 2018

★মৌমাছির লিঙ্গ নির্ধারণে আল-কোরআনের অলৌকিকতা!

কোরআনের সত্যতার প্রমাণের জন্য সূরা নাহলের এই একটি আয়াতই যথেষ্ট।
বিষয়টি নিয়ে নতুন করে লিখার কিছু নেই।অনেকেই সুস্পষ্ট ও বিশ্লেষণ করে এ বিষয়ে লিখেছেন।পবিত্র কোরআনে এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট করে বলে দেয়া হয়েছে।
কিন্তু এরপরেও ইসলাম বিদ্বেষীদের মিথ্যাচার আর অপব্যাখ্যা থেমে নেই। আসলে তারা বুঝতে পেরেছে যে কোন চিন্তাশীল ব্যাক্তি যদি সূরা নাহলের ৬৮/৬৯ নং আয়াত মনোযোগের সাথে পড়ে তবে ১০০% নিশ্চিত হয়ে যাবেন যে, এ কিতাব মানব রচিত নয় বরং এক মহান স্বত্বার অমিয় বাণী! এজন্যই তাদের এই অপব্যাখ্যা আর মিথ্যাচারের চেষ্টা।

*সূরা নাহল ও কর্মি মৌমাছির লিঙ্গঃ-
কোরআনে মৌমাছিকে নিয়ে একটি সূরা আছে। এটি হল সূরা নাহল, নাহল শব্দটির অর্থ মৌমাছি ( ﺍﻟﻨﺤﻞ)
এই সূরার ৬৮ এবং ৬৯ নং আয়াতে বলা হয়েছে কর্মি মৌমাছির কথা।
ওখানে কর্মী মৌমাছিকে বলা হয়েছে” ﻛﻠﻰ ও ﺍﺳﻠﻜﻰ ।
শব্দদ্বয় স্ত্রী লিঙ্গের  ক্রিয়া যা স্ত্রী-মক্ষিকা কে নির্দেশ করে ।
অর্থাৎ কোরআন কর্মি মৌমাছিদেরকে বলেছে মেয়ে মৌমাছি।
উল্লেখ্য যে বাংলা বা ইংরেজি ভাষায় ক্রিয়ার (Verb) কোন লিঙ্গান্তর হয়না।মানে, ক্রিয়ার পুংলিঙ্গ/স্ত্রী লিঙ্গ হয়না।কিন্তু আরবি ভাষায় ক্রিয়ার লিঙ্গান্তর হয়। অর্থাৎ আরবি ভাষায় স্ত্রী ও পুরুষের জন্য আলাদা verb ব্যাবহৃত হয়।
আমরা ইংরেজিতে পুংলিঙ্গ এবং স্ত্রী-লিঙ্গের জন্য একই verb ব্যবহার করি।
যেমন, He eats rice.. (পুং লিঙ্গের জন্য eat)
আবার, She eats rice (স্ত্রী লিঙ্গের জন্যও eat)
কিন্তু আরবিতে এরকম নয়।আরবিতে পুংলিঙ্গ এবং স্ত্রী লিঙ্গের জন্য আলাদা আলাদা verb ব্যবহৃত হয়।
আল্লাহ্ বলেনঃ
ﻭَﺍَﻭۡﺣٰﻰ ﺭَﺑُّﻚَ ﺍِﻟَﻰ ﺍﻟﻨَّﺤۡﻞِ ﺍَﻥِ ﺍﺗَّﺨِﺬِﻯۡ ﻣِﻦَ ﺍﻟۡﺠِﺒَﺎﻝِ ﺑُﻴُﻮۡﺗًﺎ ﻭَّﻣِﻦَ ﺍﻟﺸَّﺠَﺮِ ﻭَﻣِﻤَّﺎ ﻳَﻌۡﺮِﺷُﻮۡﻥَۙ ﴾
“আর তোমর প্রভু মধু মক্ষিকা (নারী মৌমাছি) কে বললেন, তোমাদের বাসস্থান বানাও পাহাড়ে, বৃক্ষে আর মানুষের গৃহে” (সূরা নাহল:৬৮)

প্রাচীনকালে মানুষের ধারনা ছিল মৌমাছি দুই প্রকার-নারী ও পুরুষ এবং পুরুষ মৌমাছি মধু সংগ্রহ করে।
কিন্তু এই আয়াতের বিশ্লেষণে প্রতিয়মান হয় যে, কর্মি মৌমাছি নারী এবং মৌমাছির প্রধান কোন পুরুষ নয় বরং নারী।
সুবাহানাল্লাহ!!
মৌমাছিদের আসলে কোন রাজা নেই। আছে রাণী আর কর্মী মৌমাছি হচ্ছে স্ত্রী মৌমাছি। কোরআন দেড় হাজার বছর আগে মৌমাছির লিঙ্গ শনাক্ত করে কার্য বিবরণী বলে দিয়েছে, যা কোরআনুল করিমকে ঐশী গ্রন্থ হিসেবে মেনে নিতে বাধ্য করে।
প্রশ্ন হচ্ছে আধুনিক বিশ্ব কবে থেকে জেনেছে মৌমাছির লিঙ্গ সম্পর্কে?

সর্বপ্রথম ১৯৭৩ সালে অষ্ট্রিয়ান নোবেল বিজয়ী বিজ্ঞানি Karl Von-Frischতার 'মৌমাছির জীবনচক্র' নিয়ে লেখা বই 'The dancing bees'তে
বৈজ্ঞানিক ভাবে(ফটোগ্রাফি এবং অন্যান্য পদ্ধতি অবলম্বন করে) প্রমান করে দেখিয়েছেন যে,
মৌমাছি তিন ধরনেরঃ-
১) স্ত্রী মৌমাছিঃ- এদের কাজ শুধু সন্তান উৎপাদন।আর কোন কাজেই এরা অংশগ্রহণ করেনা।
২)পুরুষ মৌমাছিঃ-এদের কাজ হচ্ছে শুধু স্ত্রী মৌমাছিদের (Queen bee) সন্তান উৎপাদনের জন্য প্রজনন প্রক্রিয়ায় সহায়তা করা।এর বাইরে এরা আর কোন কাজ করেনা।
৩) কর্মী মৌমাছিঃ- কর্মী মৌমাছি মূলত স্ত্রী মৌমাছি কিন্তু বন্ধ্যা।মানে,এরা কখনই সন্তান উৎপাদন করতে পারেনা।প্রাকৃতিক ভাবেই এরা বন্ধ্যা হয়ে থাকে।এদের অন্য নামে বলা হয়- 'কর্মী মৌমাছি'।
মৌচাক নির্মাণ,মধু সংগ্রহ সহ তাদের যাবতীয় কাজ সম্পাদন করে এই কর্মী স্ত্রী মৌমাছিরাই।
পুরুষ মৌমাছি এবং স্ত্রী (Queen bee) মৌমাছি সন্তান উৎপাদন ছাড়া মৌচাক নির্মাণ,মধু সংগ্রহ সহ অন্যকোন কাজেই অংশগ্রহণ করেনা।এসব করে কর্মী মৌমাছি বা দ্বিতীয় ক্যাটাগরির স্ত্রী মৌমাছি। (এদের Queen bee বলা হয়না, Worker Bee বলা হয়)।
অর্থাৎ তার গবেষণার ফলাফল কোরআনের দাবীকে ১০০% সত্য বলে প্রমাণ করে দেয়।
সুবাহানাল্লাহ!!
এমন সুস্পষ্ট প্রমাণের পরেও যারা মুখ ফিরিয়ে নেয় তাদের জন্যই আল্লাহ্ বলেছেন--
ﺻُﻢٌّ ﺑُﻜْﻢٌ ﻋُﻤْﻲٌ ﻓَﻬُﻢْ ﻟَﺎ ﻳَﺮْﺟِﻌُﻮﻥَ
"তারা মূক, বধির ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না।" (২:১৮)

★Note.
            For the word “eat”: “Kuli” is for females; “Kul” is for
males. The Qur’an used “Kuli” (females).For the word “follow a
path”: “Usluki” is for females; “Usluk” is for males. The Qur’an used “Usluki” (females).For the word “their bellies”: “butuniha” is for females; “butunihim” is for males. The Qur’an used
“butuniha” (females).


1 comment:

  1. Review of the newest slots by Casino Roll
    Casino Roll has a 인생도박 long history of producing 유흥 후기 slot machines, It has a variety 바카라 사이트 추천 of slots 오즈포탈 games including classic online slots, progressives 점심 메뉴 룰렛 and

    ReplyDelete